14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি আলোচনা

পিআইডি
July 9, 2025 9:33 pm
Link Copied!

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৮৮তম সভা আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। সভায় শ্রম আইন ২০০৬ সংশোধন ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও কমিশনের সুপারিশ শ্রম আইনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে আইন সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট সুপারিশগুলোর যৌক্তিকতা তুলে ধরেন। শ্রম আইনে ১০ টি সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করেন যা শ্রম আইন সংশোধনে কারিগরি কমিটি পর্যালোচনা করে বাস্তবায়ন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ প্রশংসনীয়। রপ্তানি ক্ষেত্রে যে সকল চ্যালেঞ্জ বিদ্যমান তা মোকাবেলায় সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কাজ করা উচিত। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে এবং শ্রম আইন সংশোধনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় আইএলও, ইইউ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, শ্রমিক-মালিক পক্ষের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তারা অংশ নেন।

http://www.anandalokfoundation.com/