সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনলাইন ভাষণের জেরে খুলনায় শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে মহানগীর ২৩ শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচার ওই বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে রাত ৯টা থেকে ভাঙচুর চালান। পরে তারা দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেন।
এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দোতলা বাড়িটি পরিচিতি পায় ‘শেখ বাড়ি’ হিসেবে। ওই বাড়ি থেকেই মূলত পদ্মা নদীর এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হতো। তবে, শেখ হাসিনা সরকারের পতনের মুখে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে শেখ বাড়িতে। এরপর থেকে বাড়িটি ‘পোড়া বাড়ি’ হিসেবে পড়ে ছিল।
প্রসঙ্গত, শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই হলেন- শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তাদের মধ্যে শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন। আরেকজন সংসদ সদস্য ছিলেন শেখ হেলালের ছেলে শেখ তন্ময়।
হেলাল ও তন্ময় ভারতের কলকাতায় আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ৫ আগস্টের পরে জুয়েল দেশে ছিলেন। পরে তিনিসহ তাদের আরও তিন ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল কলকাতায় চলে যান। আত্মগোপনে থাকার দুই মাস পর মুখ খুলেছিলেন সাবেক বিসিবির পরিচালক শেখ সোহেল। ২০২৪ সালের ৮ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তিনি। বর্তমানে এই ৫ ভাইয়ের নামে অসংখ্য মামলা রয়েছে।