মাদারীপুরে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২০ জুলাই) সকালের দিকে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা। এতে জেলাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে পরিবহন চালকেরা।
হরতাল সমর্থনে ছাত্রলীগের করা ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাল-সবুজ রঙের বাংলাদেশের জাতীয় পতাকা সামনে রেখে হরতাল সমর্থনে মিছিল দিচ্ছে কয়েকজন কিশোর ও যুবক। এসময় “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, ” শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” স্লোগান দেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝটিকা মিছিল করা স্থানটির নাম কাঠালবাড়ি বাজার। সেই বাজারের মধ্যে প্রধান একটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা শুনেছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।