বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩ জুলাই দুপুর ১২ টার সময় শালিখা উপজেলা এগ্রিকালচার অফিস চত্বরে শালিখা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, শালিখা উপজেলা পিআইও অফিসার মোঃ রাশেদুল হাসান, মাগুরা জেলা বিএনপি সদস্য ও সাবেক শালিখা উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান চকলেট, মাগুরা জেলা বিএনপি সদস্য ও সাবেক শালিখা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, শালিখা উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, শালিখা উপজেলা জাসাস সদস্য সচিব সাংবাদিক সহ প্রমুখ।
শালিখা উপজেলা পিআইও অফিসার মোঃ রাশেদুল হাসানu বলেন, ১০০ জন প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১ ভ্যান করে ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।