13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ

পিআইডি
September 11, 2024 4:33 pm
Link Copied!

নিউজ ডেস্ক: বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ (Re-strategising the economy and mobilising resources for equitable and sustainable development)-এর লক্ষ্যে রিপোর্ট প্রণয়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর পরিকল্পনা বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের ফলশ্রুতিতে একটি বৈষম্যহীন, সুশাসিত ও সমৃদ্ধ অর্থনীতি নির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিপেক্ষিতে অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনঃর্নিধারণ, উদ্যোক্তা-বান্ধব অর্থনৈতিক পরিবেশ তৈরি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে নতুন করে চিন্তা-ভাবনা প্রয়োজন। একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরী করা এ চিন্তা-ভাবনার অংশ।

এ লক্ষ্যে নিম্নলিখিত বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হলো। এর সদস্য সংখ্যা ১২ (বার)। অবশ্য টাস্কফোর্সে নতুন সদস্য অর্ন্তভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে টাস্কফোর্স একটি প্রাথমিক পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে। পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনৈতিক বিভাগ) এ টাস্কফোর্সের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্স কমিটির গঠন নিম্নরুপ:

-ড. কে এ এস মুর্শিদ, প্রাক্তন মহাপরিচালক, বিআইডিএস (সভাপতি)

-ড. আখতার মাহমুদ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা -ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

-ড. আবদুর রাজ্জাক, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান

-ড. মুশফিক মোবারক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়

-ড. শামসুল হক, অধ্যাপক, বুয়েট -ড. রুমানা হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

-জনাব নাসিম মনজুর, প্রাক্তন প্রেসিডেন্ট, এমসিসিআই

-ড. মনজুর হোসেন, গবেষণা পরিচালক, বিআইডিএস

-ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সিপিডি

-জনাব এ কে এম ফাহিম মাশরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিজবসডটকম লিমিটেড এবং

-ড. মোঃ কাউসার আহাম্মদ, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ এ টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

http://www.anandalokfoundation.com/