14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান চতুর্থ অর্থনীতি

admin
September 26, 2015 11:08 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান চতুর্থ অর্থনীতি। উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীতে একটি  বিস্ময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ।তিনি মার্কিন বিনিয়াগকারীদের আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অনুকূল শুক্রবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের আমন্ত্রণে  শেখ হাসিনা এ দেশের প্রথমসারির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বহুজাতিক করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গেবৈঠক করেনসেখানে তিনি বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।রুদ্ধদ্বার এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা জানান, এই প্রথম এত বিপুলসংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের  কোনো সরকার প্রধান সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন। তিনি বলেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন বিনিয়োগকারীরা গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশে বিনিয়োগকৃত মূলধন  থেকে মুনাফা  দেশের বাইরে পাঠানোর কোনো কড়াকড়ি  নেই, এই ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান। মুখপাত্রটি জানান,  কোনো  কোনো ব্যাপারে তাঁরা এখনো যেসব সমস্যার সম্মুখীন হয়, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ  সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বিশেষভাবে শুল্কসংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরেন। সরকারি পর্যায়ে এখনো লাল ফিতার দৌরাত্ম্য আছে,  সে বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশিদের পক্ষে এই আলোচনায় অংশগ্রহণকারী একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এই আলোচনা  থেকে স্পষ্ট, বাংলাদেশের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীরা আগের যেকোনো সময়ের চেয়ে অধিক আস্থাবান। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বহজাতিক কোম্পানিকে স্বচ্ছন্দে ব্যবসা-বাণিজ্য করার আশ্বাস দিয়ে বলেছেন, বাংলাদেশে ব্যবসা করা আপনাদের জন্য একটি অধিকতর পছন্দের বিষয় হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারে তাদের সমর্থন কামনা করেন। শেখ হাসিনরা বলেন,  বাংলাদেশের অর্থনীতির শক্তি হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক নীতি ও বিচক্ষণ  নেতৃত্ব। বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান চতুর্থ অর্থনীতি। বাংলাদেশ গত ছয় বছর ধরে ৬.২ শতাংশ প্রবৃদ্ধি হার ধরে  রেখেছে এবং এখন ৭ শতাংশ প্রবৃদ্ধি হার অর্জনকারী ক্লাবে যোগ দিতে যাচ্ছে।বিসিআইইউ’র প্রেসিডেন্ট ও সিইও পিটার জে. টিচানস্কি, স্কাইপাওয়ার  গ্লোবালের প্রেসিডেন্ট ও সিইও কেরি এডলার, আমেরিকান পাওয়ার কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় আগরওয়াল,  জেফাইর ম্যানেজমেন্টের সিইও টমাস ব্যারী, মাস্টারকার্ড ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ব্রান্ডট, এবং এক্সিলারেট এনার্জির চিফ  ডেভেলপমেন্ট অফিসার ড্যানিয়েল বাসটোসসহ যুক্তরাষ্ট্রের ২৭ টি বৃহৎ  কোম্পানির প্রধান ও সিইও  গোলটেবিল আলোচনায় যোগ  দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ  হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও ড. গওহর রিজভি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল  মোমেন, এবং এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদ অন্যান্যের মধ্যে  গোলটেবিল আলোচনায় যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় দ্বিগুণ হয়েছে। মাথাপিছু জিডিপি ১,৩১৪ ডলারে দাঁড়িয়েছে। গত অর্থ বছরে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭০ বিলিয়ন ডলারের ওপরে।  বৈশ্বিক রপ্তানি ৩১.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।  বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপি’র প্রায় ১০ শতাংশ মাত্র।  দেশের বার্ষিক সরকারি ব্যয়ের ৯০ শতাংশের বেশি এখন অভ্যন্তরীণ সম্পদ থেকে মেটানো যাচ্ছে। এসএমই খাতের প্রবৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছে।  শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর লক্ষ্যে দ্রুত গতি লাভ করেছে। কৃষি খাতে দেশ এখন যন্ত্রপাতি ব্যবহার, প্রক্রিয়াকরণ, বহমুখী ও মূল্য সংযোজন প্রবণ হয়ে ওঠেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সত্ত্বেও খাদ্য শস্য, হাঁস-মুরগী, গবাদিপশু ও মাছ উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কৃষি খাতে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার এখন উল্লেখযোগ্য। কর্মস্থলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সকল শ্রমিকের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে চাই। এ প্রসঙ্গে তিনি তৈরি পোশাক শ্রমিকদের অধিকার সমুন্নত রাখা, তাদের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা এবং যথাসময়ে বেতন-ভাতা পরিশোধ করার লক্ষ্যে সরকার ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার উল্লেখ করেন।তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশা খাত ২০২০ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারের বৈশ্বিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।বাংলাদেশে ওষুধ শিল্প খাতের সম্ভাবনার উল্লেখ করে  শেখ হাসিনা বলেন, স্থানীয় উৎপাদন এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ওষুধের ৯৭ শতাংশ চাহিদা পূরণ করছে।

তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের ৮৩ টি  দেশে রপ্তানি হচ্ছে। সাফল্যজনকভাবে এ খাতে এখন বায়ো-টেক পণ্য এবং ওষুধ তৈরীর উপাদানও উৎপাদন করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ দ্রুততার সঙ্গে এখন উচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ তৈরীর একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে ওঠছে। প্রধানমন্ত্রী বলেন, জাহাজ নির্মান এখন বাংলাদেশে একটি সর্বশেষ সংযোজন। হালকা থেকে মাঝারি আকারের জাহাজ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জাহাজ নির্মাতারা বিশ্বের মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।  বেশ কিছু ক্ষেত্রে ও উপায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারণের উল্লেখ করে  শেখ হাসিনা বলেন, উভয় দেশ স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, সমতা, বহুমত ও ধর্ম নিরপেক্ষতার বিষয়ে অভিন্ন মূল্যবোধ পোষণ করে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে ১৮টি বিশেষ অর্থনৈতিক জোন (এসইজেড) চালু রয়েছে। জাপান ও ভারত দুটি করে জোন চালু করতে যাচ্ছে। এছাড়া চীন একটি জোন চালু করবে। তিনি বলেন,  বেসরকারি পর্যায়ে আরো ৩ টি এসইজেড চালু করার জন্য লাইসেন্স দেয়া হয়েছে এবং আগামী পাঁচ বছরে আমরা সারা বাংলাদেশে এই ধরণের ১০০ টি এসইজেড স্থাপনের পরিকল্পনা নিয়েছি। সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক আহুত  টেকসই উন্নয়ন শীর্ষ  বৈঠকে’ অংশ  নেন। ১৬০টির অধিক রাষ্ট্র ও সরকারপ্রধান এই শীর্ষ বৈঠকে অংশ নিচ্ছেন। তাঁরা সর্বসম্মতিক্রমে পরবর্তী ১৫ বছরের জন্য একটি  টেকসই উন্নয়ন এজেন্ডা গ্রহণ করেন। এই এজেন্ডায়  মোট ১৭টি উন্নয়ন লক্ষ্য ও ১৬৯টি সুনির্দিষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা চিহ্নিত করা হয়েছে। এর লক্ষ্য সমূহের অন্যতম হলো ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ ও ক্ষুধার অবসান। মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার নিশ্চিতকরণও এই কর্মসূচির অন্তর্গত।বিকেলে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ার্ল্ড লিডারশিপ  ফোরাম’-এ অতিথি বক্তা হিসেবে এক অনুষ্ঠানে ‘মেয়েরাই পথ  দেখাবে’ শীর্ষক এক ভাষণে  শেখ হাসিনা  টেকসই উন্নয়ন কর্মসূচি’ গ্রহণে সন্তোষ প্রকাশ করেন। তিনি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন এবং নতুন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তাঁর সরকারের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে বাংলাদেশে নারী শিক্ষা উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে তাঁর সরকার যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন শেখ হাসিনা। স্মিত হাস্যের সঙ্গে তিনি জানান, বাংলাদেশের সরকার ও বিরোধী দলের প্রধান চারটি পদে  নেতৃত্ব দিচ্ছে নারীরা। বিশ্বের অন্য  কোনো  দেশে এমন উদাহরণ নেই। বাংলাদেশে মেয়েরা  যে শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে তার একটি কারণ সম্ভবত এই নারী  নেতৃত্ব,  শেখ হাসিনা জানান। বাংলাদেশে ২০৪১ সালের আগেই বাল্যবিয়ের অবসান ঘটানোর অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে স্কুলে যাওয়ার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে গেছে।যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সামনে এক অনুপ্রেরণাদায়ী বক্তৃতায় নারীর অগ্রগতি নিয়ে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগের কথা তিনি তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, আমি প্রতিশ্র“তি দিচ্ছি, ২০৪১ সালের মধ্যে আমাদের সমাজে বাল্যবিয়ের অবসান হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্কুলে ছেলে-মেয়ে সমতার যে লক্ষ্য স্থির করা হয়েছিল- বাংলাদেশ তা অর্জন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো কিছুকেই আমরা কোনো সুযোগ দেব না।জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানরত শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা কাটান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে।

বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ড লিডারস ফোরামে গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক বক্তৃতার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।  এক ছাত্রীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বাল্যবিয়ের প্রবণতা রোধ করতে চায়। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোর রীতি পর্যালোচনা করে দেখা হচ্ছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ নারীর বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। যোগ্য ও পছন্দসই পাত্র হাতছাড়া না করতে অভিভাবকরা ১৮ বছর বয়সের আগেই  মেয়েদের বিয়ে দেন বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।বাংলাদেশের আইনে  ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছরের কম হলে তা ‘বাল্যবিয়ে’ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়।কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রধানমন্ত্রী জানান, তার সরকার এ আইন সংশোধন করে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, সব বাধা-বিপত্তি ভেঙে মেয়েরা জাতি গঠনের পথে এগিয়ে যাবে,  সেটাই আমার শান্তি আর উন্নয়ন চিন্তার অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে মেয়েদের অগ্রগতি এখনও অসম পর্যায়ে রয়েছে। সংঘাতময় এলাকাগুলোতে মেয়েরা অনেক পিছিয়ে। বিশ্বের ৬  কোটি শিশু এখনও স্কুলে যেতে পারছে না, যাদের অধিকাংশই মেয়ে। তবে বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখন  বেশি স্কুলে যাচ্ছে।বাংলাদেশের সংসদে স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার আসনে নারীদের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি গণতান্ত্রিক বিশ্বে একটি ‘বিরল’ ঘটনা।শিশু শ্রম বন্ধে বাংলাদেশ সরকারের নানা উদ্যোগের কথাও প্রধানমন্ত্রী তার বক্তৃতায় তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, শিক্ষার প্রতি শিশুদের আগ্রহী করতে ‘ইনসেনটিভের’ ব্যবস্থা করা হয়েছে। গরিব পরিবারের মা-বাবাকেও তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্যে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে।বাংলাদেশে তৈরি  পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে শিশু শ্রমিকের সংখ্যা সন্তোষজনকভাবে হ্রাস  পেয়েছে’ বলেও তিনি দাবি করেন।

ঢাকায় চলতি বছর ফেব্র“য়ারিতে ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন।উত্তরে  শেখ হাসিনা বলেন, অভিজিতের ঘাতকদের সনাক্ত ও গ্রেপ্তারে তার সরকার ‘যথাযথ’ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ভুলে গেলে চলবে না যে, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশের অবকাশ থাকতে পারে না।প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সঙ্গে শেখ হাসিনার পরিচয় করিয়ে  দেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লী সি. বোলিঙ্গার, যিনি নিজেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।পাঁচ শতাধিক আসনের এই মিলনায়তনে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ৩৫-৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন। এ সময় কেউ কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তোলেন।এক পর্যায়ে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দর্শক সারি  থেকে উঠে এলে ছাত্র-ছাত্রীরা তার সঙ্গেও নানা বিষয়ে কথা বলেন। শেখ হাসিনা এই বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা শেষ করে বাংলাদেশে ফিরে আসার আহ্বান জানান।

http://www.anandalokfoundation.com/