14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান

পি আই ডি
July 15, 2025 11:25 pm
Link Copied!

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় এবং সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সহযোগিতায় আজ ঢাকা ও গাজীপুর জেলায় দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এতে উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব সাশ্রয় করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
কেরানীগঞ্জ, ঢাকা অভিযান
আজ মেঢাবিবি-২ ও মেঢারাবি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় জিনজিরা শাখার আওতাধীন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বোরহানিবাগ ও মুসলিমবাগ এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি অবৈধ তার তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
বোরহানিবাগের এই নামবিহীন কারখানায় ২টি তাপাই ভাট্টি ও ১৬০০ ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছিল। অভিযানকালে ৫০ ফুট ১” এমএস পাইপ এবং আনুমানিক ১০০ ফুট হোস পাইপ জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে কারখানা থেকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড আদায় করা হয়। কারখানার আনুমানিক ২৫০ ফুট দীর্ঘ গ্যাস লাইনটি মাটির ৮ ফুট নিচ থেকে উৎস পয়েন্টে সম্পূর্ণরূপে কিল করে দেওয়া হয়েছে।
একই অভিযানে মুসলিমবাগে চারটি পৃথক পয়েন্টে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রায় ১০টি বাড়ির আনুমানিক ৪০টি ডাবল বার্নার চুলা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই স্থান থেকে ৫০ ফুট ৩/৪” এমএস পাইপ এবং ৫টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে।
কেরানীগঞ্জের এই অভিযানে মাসিক আনুমানিক ৩,৯২,৭১০/- টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর অভিযান
একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস চন্দ্রার উদ্যোগে এবং পেট্রোবাংলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ী থানার অন্তর্গত খালেক সাহেবের ইট ভাটা সংলগ্ন এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে খালেক সাহেবের ইট ভাটার সংলগ্ন এলাকার ৮টি সম্পূর্ণ অবৈধ ও বিল বইবিহীন রাইজার চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়। এর মাধ্যমে ২৫৭টি দ্বিমুখী চুলা ব্যবহারের অবৈধ সুযোগ বন্ধ করা হয়। অভিযানকালে ২২০ ফুট ৩/৪” পাইপ এবং ৫০ ফুট ১” পাইপ অপসারণ করা হয়েছে। মোট ০৮টি অবৈধ সংযোগ পয়েন্ট কিল করা হয়।
এছাড়াও, ‘মীর মেটাল’ নামক একটি কিচেন র‍্যাক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১টি লাইনের ৭টি অবৈধ বার্নার ফ্রেম জব্দ করা হয়। এই অভিযানে মোট ৫টি অবৈধ রেগুলেটরও জব্দ করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানগুলো নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে। সরকারের এই কঠোর অবস্থান দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্যাস চুরির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার প্রবণতা রুখতে সহায়ক হবে।
http://www.anandalokfoundation.com/