13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ফায়ার সার্ভিসের বুদ্ধিতে বেঁচে গেল লক্ষ টাকার ষাঁড়

admin
April 19, 2018 12:34 am
Link Copied!

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর বুদ্ধিতে ১৮ এপ্রিল নিশ্চিত মৃত্যুর হাত প্রাণে বেঁচে গেল লক্ষাধিক টাকার একটি ষাঁড়। রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্রেরী তেঁতুল তলা এলাকার আবু শাহান শাহ মাষ্টারের ছোট ভাই মোঃ সোহাগের কালো রঙের একটি ষাঁড় গলার রশি ছিড়ে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পূর্ব পাশে ৩০ ফিট একটি সরু গর্তের মধ্যে ষাঁড়টি পড়ে যায়।

উপায়ান্তর না দেখে শাহান শাহ মাষ্টার ফায়ার সার্ভিস পীরগঞ্জকে খবর দেন। সকাল ৮.২১টার সময় খবর পেয়ে ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মোঃ আজাহারুলের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকর্মী দল ঘটনাস্থলে আসেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা টানা দুই ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে প্রায় এক লক্ষ ২০ হাজার টাকার একটি কালো রঙের ষাঁড় সকাল সাড়ে ১০টায় উদ্ধার করেন। গর্তের মধ্যে পানি ভর্তি করে ষাঁড়টি উদ্ধার করা সম্ভব হয়েছে।

http://www.anandalokfoundation.com/