13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতাবিরোধীদের ঘৃণা প্রকাশে নির্মিত হবে ঘৃণাস্তম্ভ

admin
February 25, 2018 11:05 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  স্বাধীনতাবিরোধী রাজাকার, আল বদর ও আল শামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে ঢাকার প্রাণকেন্দ্রে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

রোববার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসীর এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

মোজাম্মেল হক বলেন, ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে স্তম্ভটির স্থাপত্য নকশার খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই নকশাটি চূড়ান্ত করা হবে। নকশা চূড়ান্ত করার পর ডিপিপি তৈরি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

তবে সব উপজেলায় ঘৃণাস্তম্ভ নির্মাণের কোনও পরিকল্পনা আপাতত নেই এবং সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারি দলের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাষ্ট্রীয় খরচে যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধারা বছরে একবার দেশের অভ্যন্তরে হাওয়া বদলের সুযোগ পাবেন।

এদিকে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/