13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝুলে থাকা পিলখানার হত্যাকান্ডের বিচার এ বছরেই: বিজিবি মহাপরিচালক

admin
February 25, 2018 2:28 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  পিলখানা ট্র্যাজেডির একটি মামলার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঝুলে থাকা বিস্ফোরক মামলাটির বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী এ বছরই সম্পন্ন হবে। বলেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

আজ রোববার বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সকালে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে প্রথমেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখারুল আলম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে হতাশা প্রকাশ করেন।

http://www.anandalokfoundation.com/