13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষার সূচি দেখে আন্দোলন করতে বললেন শিক্ষামন্ত্রী

admin
February 1, 2018 12:27 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  আগামী ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় রায় হওয়ার কথা রয়েছে। সেটি একটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া। রায় যেকোনো কিছু হতে পারে। কিন্তু সে রায়কে ঘিরে বিএনপি এরই মধ্যে সংঘাতের রাজনীতিতে নেমেছে। আমি আশা করবো বিএনপি তাদের আন্দোলনে নামতে পারেন, কিন্তু তারা যেন এসএসসি পরীক্ষার রুটিনের দিকে নজর রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে এসএসসি ও সমমানের পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, খবর জানলে পরীক্ষা বাতিল করা হবে। যথা সময়ে পরীক্ষা শুরু হয়ে গেছে।

নাহিদ বলেন, পরীক্ষাকে নির্বিঘ্ন করতে ও প্রশ্ন ফাঁস ঠেকাতে যা করা সম্ভব তাই আমরা করেছি। আমরা বিভিন্ন কৌশলে এই প্রশ্নফাঁস ঠেকাতে কাজ করছি।

মন্ত্রী বলেন, কেউ যদি প্রশ্ন ফাঁস করে তবে তার কি শাস্তি হতে পারে তা আমি নিজেও কল্পনা করতে পারি না। অভিভাবকদের কাছে আমার আবেদন, অনৈতিক কাজে আপনারা নিজেদের জড়িয়ে ফেলবেন না।

http://www.anandalokfoundation.com/