13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন

admin
January 29, 2018 2:44 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ   সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বৃদ্ধি করে সংবিধানের সপ্তদশ সংশোধনীর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই সংশোধনীর ফলে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো ১৫ বছর বাড়লো। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদে এখন ৫০টি সংরক্ষিত নারী আসন রাখার বিধান রয়েছে। আগামী বছর জানুয়ারিতে এ বিধানের মেয়াদ শেষ হবে।

তবে তার আগেই সরকার অন্তত পরবর্তী চারটি সংসদের জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে সংবিধানে নতুন সংশোধনীর উদ্যোগ নিয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া খসড়া এখন বিল আকারে সংসদে উত্থাপন করবে আইন মন্ত্রণালয়।

সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান ক্ষমতাসীন আওয়াম লীগ সরকারের রয়েছে।

বর্তমান সরকারের আমলে সংবিধানের শেষ সংশোধনী আনা হয়েছিলো ২০১৬ সালে। যেটি ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। যদিও পরে সর্বোচ্চ আদালত ওই সংশোধনীকে অবৈধ বলে রায় দেয়।

http://www.anandalokfoundation.com/