13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

admin
January 29, 2018 12:44 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :     ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিনদিনের সফর শেষে সোমবার সকালে ঢাকা ছেড়েছেন। সকাল ৯টার দিকে তাকে বহনকারী একটি বিমান জাকার্তার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দরে উইদোদোকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকায় আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যান উইদোদো। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য সাহায্য চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে অংশ নেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সাভারে গিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এছাড়া পরিদর্শন করেন জাতির জনকের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও।

তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা স্বাক্ষর হয়।

http://www.anandalokfoundation.com/