13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কাট্টলী মহাশ্মশানে মৃতদেহ সৎকারে বাধা ও হামলা : প্রতিবাদে আদালত ভবন চত্বরে মানববন্ধন

admin
December 27, 2017 3:39 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীর সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো সার্বজনীন মহাশ্মশানে মৃতদেহ সৎকারে বাধা ও হামলার প্রতিবাদে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন সমাবেশ করেছে কাট্টলীর সচেতন নাগরিক পরিষদ। আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশের পর বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন সমাবেশে উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশানের সভাপতি সুভাষ দাশ বলেন, কাট্টলীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান অসাম্প্রদায়িক লোকজন দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহাবস্থানে থেকে বসবাস করে আসছে। গত ২৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাট্টলী সার্বজনীন মহাশ্মশানে সনাতন সম্প্রদায়ের দুটি মৃতদেহের সৎকার (দাহ) করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল গং বাধা প্রদান করে। এক পর্যায়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে জানে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপু বিশ^াস বাদী হয়ে মো. রুবেল (৩৫)সহ ৮ জন ও আরও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করে নগরীর আকবরশাহ থানায় একটি মামলা রুজু করেন। যাহার নং-২৬ (১২) ১৭। পুলিশ ইতোমধ্যে একজন আসামীকে গ্রেফতার করলেও মূল আসামী মো. রুবেলসহ অন্যান্যরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে। আসামীরা মামলা প্রত্যাহার করতে বাদীসহ কাট্টলীর সচেতন নাগরিক পরিষদ ও উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটির কর্মকর্তা-সদস্যদের চাপ সৃষ্টি করছে। মামলা নিষ্পত্তি না করলে জীবনে মেরে ফেলারও হুমকি দিচ্ছে আসামীরা। ফলে সনাতনী সম্প্রদায়ের লোকজন বর্তমানে চরম আতংকে দিন কাটাচ্ছে। এদিকে, উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশান রক্ষা, মহাশ্মশানে নির্বিঘেœ মৃতদেহ সৎকার (দাহ), মামলার আসামীদের গ্রেফতার ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবিতে আজ ২৬ ডিসেম্বর ২০১৭ ইং মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে মুখে কালো কাপড় বেঁধে কাট্টলীর সচেতন নাগরিক পরিষদের ব্যানারে এক মানববন্ধন সমাবেশ করা হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল, উত্তর কাট্টলীর সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিপু বিশ্বাস ও টুন্টু দাশ বিজয় প্রমুখ। মানববন্ধন সমাবেশ শেষে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উত্তর কাট্টলী সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটি ও সচেতন নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/