13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুই লাখ রোহিঙ্গার দায়িত্ব নেবে তুরস্ক

admin
October 23, 2017 7:46 am
Link Copied!

বিশেষ প্রতিবেদক :   মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের সব দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক।

রোববার সচিবালয়ে দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গেবৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভ্রিম ওজতুর্ক এ সহায়তার আশ্বাস দেন।

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের ‘টার্কিস জোনে’ রোহিঙ্গাদের জন্য ৫০ হাজার শেড নির্মাণ, খাওয়ারব্যবস্থা ছাড়াও শৌচাগার, টিউবওয়েল স্থাপন ও জ্বালানির ব্যবস্থা করবে দেশটি।

রোববার বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগে তারা (তুরস্ক) এক লাখ লোকের ২৪ হাজার ঘর করে দিতে চেয়েছিলেন। এখন বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। এজন্য তুরস্কের রাষ্ট্রদূতের কাছে নতুন করে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি।

তিনি বলেন, তারা(তুরস্ক) আমাদের আশ্বস্ত করেছেন একলাখ লোকের সঙ্গে আরো এক লাখ লোক প্রায় ২ লাখ লোকেরঘর করার জন্য চিন্তা-ভাবনা করছেন। এক লাখ লোকের ঘর হয়ে যাবে, আরো এক লাখের যে প্রস্তাব দিয়েছিতা তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। ইনশাআল্লাহএটাও আমরা হয়তো পেয়ে যাব।

তিনি আরো বলেন, যেখানে তারা দুই লাখ লোকের ৫০ হাজার শেড করবেন, সেখানে এরই মধ্যে তারা চার থেকে সাড়ে ৪ হাজার অস্থায়ী তাঁবু করেছেন। তাদের খাওয়া ও অন্যান্য নাগরিক সুবিধাগুলো তারা দিয়ে যাচ্ছেন। তুরস্কের সহযোগিতায় হচ্ছে এজন্য জায়গাটার নাম দেয়া হয়েছে ‘টার্কিস জোন’।

http://www.anandalokfoundation.com/