13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মামলা পরিচালনায় স্থায়ী প্রসিকিউশন চান ডিসিরা

admin
July 27, 2017 2:51 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীদের (প্রসিকিউশন) জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। একই সঙ্গে স্বাধীন ও স্থায়ী প্রসিকিউশন চেয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত কার্য-অধিবেশনে তাঁরা এই দাবি জানান। একই সঙ্গে জেলা প্রশাসকরা মামলা পরিচালনাকারী আইনজীবীদের বেতন-ভাতা বৃদ্ধির কথা বলেছেন।

অধিবেশন শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসকরা ইনডিপেনডেন্ট প্রসিকিউটর চেয়েছেন। নিম্ন আদালতে মামলা পরিচালনাকারী পিপি, জিপি, এপিপিসহ অন্যান্য সরকারি আইন কর্মকর্তা যাতে স্বাধীনভাবে মামলা পরিচালনা করতে পারেন, এ জন্য তাঁরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ চেয়েছেন।’

‘তাঁদের এই দাবির জবাবে আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগের সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছি। এরই মধ্যে আমরা এ লক্ষ্যে কাজ করছি।’

আইনমন্ত্রী জানান, বর্তমানে সরকারি আইন কর্মকর্তাদের দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। যে সরকার ক্ষমতায় আসে, সে তার পছন্দ অনুযায়ী আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকে। স্থায়ী প্রসিকিউটর হলে মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীরা স্বাধীনতা পাবেন।

জেলা প্রশাসকরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী হাকিমের জন্য বিচারিক ক্ষমতা চেয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি উচ্চ আদালতে বিচারাধীন। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

http://www.anandalokfoundation.com/