13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফার্ক নেতা অস্ত্রবিরতির নির্দেশ দিলেন

admin
August 29, 2016 10:56 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী নেতা তার যোদ্ধাদের অস্ত্রবিরতির নির্দেশ দিয়েছেন প্রায় চার বছর কিউবায় শান্তি আলোচনা শেষে। স্থানীয় সময় রোববার মধ্যরাত ( গ্রিনিচ মান সময় সোমবার ভোর ৫টা) থেকে এ অস্ত্রবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

৫২ বছর আগে বিক্ষুব্ধ চাষি ও কমিউনিস্ট কর্মীদের নিয়ে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী বা ফার্ক গঠিত হয়। ফার্ক বিদ্রোহের কারণে সৃষ্ট সংঘাতে গত ৫০ বছরে প্রাণ হারিয়েছেন কলম্বিয়ার ২ লাখ ২০ হাজার মানুষ। এছাড়া গৃহহারা হয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ৷ চার বছর আগে গৃহযুদ্ধের অবসানে কিউবায় ফার্ক বিদ্রোহীদের নেতাদের সঙ্গে কলম্বিয়ার সরকারের কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের প্রথমদিকে শান্তি ফেরাতে অস্ত্রসমর্পণের ঘোষণা দেয় ফার্ক বিদ্রোহীরা। আগামী সপ্তাহে সরকার ও বিদ্রোহীদের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি হবে।

রোববার ফার্ক নেতা রদ্রিগো লন্ডনো তার যোদ্ধাদের সম্পূর্ণভাবে গোলাগুলি বন্ধের নির্দেশ দেন।

তিনি বলেন, ‘আমি আজ মধ্যরাত থেকে আমাদের সব কমান্ডার, ইউনিট ও প্রত্যেক যোদ্ধাকে সুস্পষ্টভাবে অস্ত্রবিরতি ও কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সব ধরণের লড়াই বন্ধের নির্দেশ দিচ্ছি।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস রোববার মধ্যরাত থেকে সেনাবাহিনীকে ফার্কদের বিরুদ্ধে সব ধরণের অভিযান বন্ধে একটি ডিক্রি জারি করেন। গত শুক্রবার ওই ডিক্রি জারির পর তিনি টুইটারে লিখেছেন, ‘ সংঘর্ষের সমাপ্তির দিন চলে এসেছে।’

http://www.anandalokfoundation.com/