13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল জঙ্গিদের

admin
August 27, 2016 1:21 pm
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছেন। মূল অভিযান শুরুর আগে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। জানিয়েছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের এ তথ্য জানান।

আইজিপি জানান, ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হওয়ার আগে পুলিশ সদস্যরা জঙ্গিদের আত্মসমর্পণের কথা বলে। আমরা চেয়েছিলাম জঙ্গিরা সারেন্ডার করুক। কিন্তু তারা সারেন্ডার না করে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে। পরে পুলিশ মূল অভিযান চালায়। অভিযান শেষে সেখানে তিনজনের মরদেহ পাওয়া যায়।

তিনি জানান, আমাদের কাছে তামিম চৌধুরীর যে ছবি ছিল, নিহতদের মধ্যে একজনের ছবি সেটার সঙ্গে হুবহু মিলে যায়। এটি স্পষ্টই যে সে তামিম চৌধুরীই হবে।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের তিনতলা ওই ভবনে এ অভিযান শুরু করে। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হয়। এক ঘণ্টার অভিযানে তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন।

http://www.anandalokfoundation.com/