14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ গুরত্বের সাথে বিবেচনা করা -শিক্ষা উপদেষ্টা

পি আই ডি
July 15, 2025 10:13 pm
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে আজ মন্ত্রণালয়ের অফিস কক্ষে কৃষ্টি; বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান); সাইটসেভার্স ও ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) সংস্থার প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত একীভূত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে প্রস্তাবনা পেশ করে। এছাড়া তারা প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করারও প্রস্তাব দেন।

প্রতিনিধিদলের উত্থাপিত স্বল্প ও মধ্য মেয়াদি পরিকল্পনাসমূহের মাঝে রয়েছে: শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বয় কমিটি করা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি অভিন্ন শ্রুতিলেখক নীতিমালা প্রণয়ন করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ব্রেইল শাখা চালু করা এবং শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে একীভূত শিক্ষা, সমন্বিত শিক্ষা ও বিশেষ শিক্ষা-সহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত অন্যান্য শিক্ষা কার্যক্রম পরিচালনায় যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা। এ সময় শিক্ষা উপদেষ্টা তাদের প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাবরিনা সুলতানা, সভাপতি, কৃষ্টি; ইফতেখার মাহমুদ, সহসভাপতি, কৃষ্টি; সালমা মাহবুব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেইঞ্জ এন্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান); খন্দকার সোহেল রানা, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন কোর্ডিনেটর, সাইটসেভার্স; জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য, ভিজ্যুয়াল ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)। শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

 

http://www.anandalokfoundation.com/