স্টাফ রিপোর্টারঃ রাজধানীর এলিফ্যান্ট রোডে মো: আশরাফ হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন আপন ভাই ও ভাতিজারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, ১২০ নিউ এলিফ্যান্ট রোড গফুর ম্যানশনের চতুর্থতলায় পরিবার নিয়ে বসবাস করেন আশরাফ। গত সোমবার রাত সাড়ে ৯টায় আশরাফের বড় ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাতিজা শান্ত ও সুমন তাকে বাসা থেকে ডেকে নেয় ওই মার্কেটের নিচতলায়। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে জখম করে। ডাকচিৎকারে তার স্ত্রী তাকে উদ্ধার করেন।
হাসপাতালে এসব তথ্য জানিয়ে স্ত্রী রানী বেগম অভিযোগ করেন, সোমবার সকালে তার স্বামী জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে আপন ভাই জাহাঙ্গীর ও দুই ভাতিজার নামে নিউ মার্কেট থানায় জিডি করেন।
নিউ মার্কেট থানার ওসি ইয়াসিন আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেননি।