13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

admin
March 1, 2016 1:05 pm
Link Copied!

ভারতের জেলে থাকা ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সেদেশের পুলিশ। এসময় দু’টি জেলে নৌকাও হস্তান্তর করা হয়।

তিন মাস ১৮ দিন জেলে থাকার পর মঙ্গলবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হেমনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা।

এদের মধ্যে জেলে আব্দুল আমিন  জানান, তিন মাস ১৮ দিন আগে তারা মংলা বন্দর সংলগ্ন এলাকায় রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।

শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর  জানান, ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জি, সুন্দরবন কোস্টাল থানার ওসি আবু হাসান, ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মামুন ও শ্যামনগর থানার এসআই মুরাদ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/