13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ – ওএমসিটি

অনলাইন ডেস্ক
September 23, 2021 3:08 pm
Link Copied!

তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং ওয়ার্ল্ড অরগানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার (ওএমসিটি)।

আফগানদের অধিকারের প্রতি সম্মান জানাতে তালেবানের ঘোষিত প্রতিশ্রুতির বিপরীতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবাধিকরার লঙ্ঘন করছে। তারা নারী, মতপ্রকাশের স্বাধীনতা, সুশীল সমাজ, নারী অধীকারকর্মী ও নারী শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার উপপরিচালক দিনুশিকা দিসানায়েকে বলেন, ক্ষমতা দখলে নেওয়ার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তালেবান একটি বিষয় পরিষ্কার করেছে তা হলো— তারা মানবাধিকার রক্ষা বা এর প্রতি সম্মান প্রদর্শনের বিষয়কে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। বিক্ষোভে শক্তিপ্রদর্শন, নারীদের ওপর বিধিনিষেধ আরোপসহ আমরা ইতোমধ্যে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় দেখেছি।

জারকা ইয়াফতালি নামের এক নারী অধিকারকর্মী বলেন, বর্তমানে আফগান নারীরা শিক্ষা অর্জন এবং কাজে অংশ নিতে পারেন না। নারীদের রাজনীতি করার অধিকার নেই।

http://www.anandalokfoundation.com/