13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় মৃত্যু কমলেও, বেড়েছে শনাক্তের সংখ্যা

News Desk
September 17, 2021 6:44 pm
Link Copied!

দেশে করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা) ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯০৭ জন। ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ৪১।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কমলেও রোগী শনাক্তের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে কিছুটা বেড়েছে শনাক্তের হারও। গতকাল ৫১ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৬২ জন। রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ১১০। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৪৭ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৯ জন।

http://www.anandalokfoundation.com/