13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের  উপহারের ১০৯ টি অ্যাম্বুলেন্স সবগুলো এখন দেশে

Palash Dutta
September 15, 2021 11:25 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে অবশিষ্ট ৯ টি অ্যাম্বুলেন্স আজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।  এনিয়ে ৫ম চালনের মাধ্যমে  উপহারের ১০৯ টি  অ্যাম্বুলেন্স এখন সবগুলো বাংলাদেশের মাটিতে।
মঙ্গলবার(১৪ সেপ্টম্বর)  সন্ধ্যায়  ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
এর আগে গত ১২ সেপ্টম্বর ৪র্থ চালানে ২৯ টি,
২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ০৭ আগস্ট দ্বিতীয় চালাননে ৩০ টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স আসে দেশে। এ নিয়ে ৫ম চালানের মাধ্যমে  মোট ১০৯টি  অ্যাম্বুলেন্স আসলো দেশে।
অ্যাম্বুলেন্স আমদানি কারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে নেওয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দিবেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন  বলেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যের পাশাপাশি রয়েছে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক্য। এরই সুত্র ধরে বিভিন্ন দূর্যোগকালিন সময়ে বাংলাদেশের পাশে দাড়িয়েছে ভারত। বন্ধুত্বের জানান দিতে বাংলাদেশও ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে  ভারতের পাশে থাকেছে সাধ্যমত।  ভারতের  রফতানি বাণিজ্যের সবচেয়ে বড় কেন্দ্র বাংলাদেশ। ভ্রমন আর চিকিৎসা সেবায় প্রতি বছর বাংলাদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ যায় ভারতে। ভারতে কোন দূর্যোগ হলে সহজে তার প্রভাব পড়ে বাংলাদেশে তেমনি বাংলাদেশে কোন অশান্তি হলে তার ছোয়া লাগে ভারতে। চলামান করোনায় যেমন বাণিজ্য ক্ষাতে তেমনি ভ্রমন ক্ষাতে ধস নামে।  ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ  আসেন। এসময়  দেশে স্বাস্থ্য সেবা উন্নয়ন আর  চলমান করোনা পরিস্থিতি যৌথ মোকাবেলায় বাংলাদেশকে ১০৯ টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন।
বেনাপোল বন্দরের সহকারী  পরিচালক আতিকুল ইসলাম   বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপহারের অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্স ঢাকা নেওয়া হবে বলে জানতে পেরেছি। ৫ম চালানের মাধ্যমে ভারতের প্রধান মন্ত্রির ঘোষনার সবকটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করলো।
http://www.anandalokfoundation.com/