13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কঠোর বিধি-নিষেধ শিথিল করায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা

Rai Kishori
August 14, 2021 6:55 am
Link Copied!

জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ শিথিল করায় আবারও সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কমিটির ৪৪তম অনলাইন সভায় এমন আশংকা প্রকাশ করেন কমিটি। পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য জানানো হয়।

এমতাবস্থায় বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্তে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি উদ্বেগ প্রকাশ করছে।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার সরকারের দায়িত্ব উপলব্ধি করে সরকারের অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে। তথাপি জাতীয় কমিটির সভা মনে করে, বিধি-নিষেধ শিথিল করার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করছে। এর ফলে সংক্রমণ আবার বাড়ার আশঙ্কা রয়েছে, তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। লকডাউন আরও ১ থেকে ২ সপ্তাহ চলমান রাখতে পারলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত।

http://www.anandalokfoundation.com/