13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পাট কেটে বাড়ী ফেরার পথে বজ্রপাতে নিহত কৃষক

Palash Dutta
July 4, 2021 9:59 pm
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি ঃমাদারীপুরের কালকিনিতে রেজাউল সরদার (৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে।

রবিবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল একই গ্রামের আব্দুল ছাত্তার সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে বাড়ীর পাশে পাট কেটে নৌকায় করে বাড়ী ফেরার পথে বৃষ্টি শুরু হয় এ সময় একটি বজ্রপাত এসে তার মাথার উপর পড়লে ঘটনাস্থলে রেজাউল মারা যান এবং নৌকা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে। খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা ও চাল, ডাল,আলু, তেল ও আটা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কাজি।
নিহত রেজাউলের মামা সুলতান মাস্টার জানান, আমার ভাগ্না পাট কেটে একাই বাড়ী ফেরার পথে বজ্রপাতে নিহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়ীতে এসে আমার ভাগ্না পরিবারকে আর্থিক সহযোগীতাসহ খাদ্র সামগ্রী দিয়ে গেছে। এবং পরবর্তিতে জেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনে আবার সহযোগীতা করা হবে জানিয়েছেন।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে নিহত কৃষকের বাড়ী গিয়ে তার পরিবারকে শান্তনা দেয়ার চেস্টা করি এবং নগদ টাকাসহ খাদ্য সামগ্রী প্রদান করি।

http://www.anandalokfoundation.com/