13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

Palash Dutta
June 22, 2021 11:17 am
Link Copied!

মাছি দূর করার জন্য বাজারে যেসব স্প্রে কিনতে পাওয়া যায়, সেগুলোতে রাসায়নিক পদার্থ থাকে। যা স্বাস্থ্যের জন্য আরো বেশি ক্ষতিকর। উইকিহাউ ওয়েবসাইটে মাছি দূর করার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে মাছির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।

১. খাবার খাওয়ার পরপরই প্লেট ধুয়ে ফেলার চেষ্টা করুন। টেবিলে খাবার পড়ে থাকলে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলুন। এগুলোর কারণেই মূলত ঘরে মাছি আসে।

২. সাদা ভিনেগার মাছি দূর করার জন্য খুবই কার্যকরী। ডিটারজেন্টের সঙ্গে সাদা ভিনেগার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে একটি প্লেটে রেখে দিন। দেখবেন, কত সহজেই মাছি এসে এই ফাঁদে আটকা পড়ে।

৩. দারুচিনির গন্ধ মাছি সহ্য করতে পারে না। তাই দারুচিনি গরম করে সেই পানি দরজা জানালার ওপর স্প্রে করুন। এতে ঘরে মাছি আসবে না।

৪. শসা স্লাইস করে ময়লার বাক্সের ওপর ছড়িয়ে রাখুন। এতে ময়লার গন্ধ থাকার পরও শসার কারণে মাছি ঘরে আসবে না।

৫. আপেলের ভেতরে চারিদিকে লবঙ্গ ঢুকিয়ে রাখুন। এরপর রান্নাঘরের একটি কর্নারে রেখে দিন। দেখবেন, রান্নাঘরে কোনো মাছি থাকবে না।

৬. এসেনসিয়াল অয়েল যেমন- ল্যাভেন্ডার অয়েল, লেমন গ্রাস- এগুলো মাছি দূর করে খুব সহজেই। দরজা-জানালার নিচে এ ধরনের তেল দিয়ে রাখুন। এতে মাছি ঘরে ঢুকবে না।

৭. ঘর সব সময় পরিষ্কার রাখুন। বিশেষ করে রান্নাঘর। ময়লা নোংরার কারণেই ঘরে মাছি আসে।

http://www.anandalokfoundation.com/