13yercelebration
ঢাকা

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের আলাবামা

Palash Dutta
June 20, 2021 9:59 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাবামা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। মৌসুমী এ ঝড়ে প্রাণহানির খবর পাওয়া না গেলেও ৫০টির বেশি বাড়িঘর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে ঘণ্টায় ৭৭ কিলোমিটার গতিতে ফ্লোরিডা অঙ্গরাজ্য সীমান্তবর্তী পেনসাকোলা এলাকায় আঘাত হানে ঝড়টি।

ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে ৫০টির বেশি ঘরবাড়ি। এ ছাড়া উপড়ে গেছে অসংখ্য গাছ। ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।

এর আগে, যুক্তরাষ্ট্রের লুইজিয়াজানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঝড়টি। ঝড়ের প্রাভাবে বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

ঝড়টি বর্তমানে দক্ষিণ আলাবামা হয়ে উত্তর ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওইসব এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ।

 

http://www.anandalokfoundation.com/