13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত-গণপূর্ত প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
May 3, 2021 11:10 pm
Link Copied!

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী করোনার প্রথম ঢেউ সফলতার সাথে মোকাবেলা করেছেন। দ্বিতীয় ঢেউ মোকাবেলার ক্ষেত্রেও সরকারের সময় উপযোগী সঠিক পদক্ষেপের কারণে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে।
আজ ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ৫০০ পরিবহন শ্রমিক ও ১০০ অসহায় দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ, সময়মতো টিকা সংগ্রহ ও প্রদান কার্যক্রম পরিচালনা, লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও প্রণোদনা প্রদানের কারণে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহ যেখানে করোনা মোকাবেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানে বাংলাদেশ যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। এ সফলতার পিছনে মূল চালিকাশক্তি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
http://www.anandalokfoundation.com/