13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

হেফাজতের সহকারী মহাসচিব গ্রেফতার

Brinda Chowdhury
April 15, 2021 12:45 pm
Link Copied!

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর লালবাগ এলাকার একটি মাদ্রাসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লালবাগ মাদ্রাসায় শিক্ষকতা করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সম্প্রতি মতিঝিল, পল্টন এলাকায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ার পর পুলিশ তাকে খুঁজছিল।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

সাখাওয়াতকে আজ  আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। মার্চের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের বিরুদ্ধে হেফাজতে বিক্ষোভ ও হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে।

এরপর সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহ-অর্থ সম্পাদক ইলিয়াস হামিদি, সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহসহ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

হেফাজত আমির জুনাইদ বাবুনগরী সংগঠনের গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেছেন।

http://www.anandalokfoundation.com/