মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০১:২৫ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন আজ বুধবার। ১৯৮৭ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশের অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তার বর্তমান দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নাইট রাইর্ডাসদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একাধিক পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেয়া হয়। কলকাতার জার্সিতে খেলাকালীন সাকিবের স্মৃতীগুলো তুলো ধরা হয় ওই বার্তায়। পোস্টে বলা হয়, ‘কেকেআর ক্যাম্প তোমার অপেক্ষা করছে।’
নতুন মৌসুমের জন্য আবারও সাকিব দলে ভিড়িয়েছে কলকাতা। এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় নাইট রাইডার্সরা।
আইপিএলে এর আগে কলকাতা এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন তিনি। ২০১২ এবং ২০১৪ মৌসুমে কেকেআরের শিরোপা জয়ী দলে ছিলেন তিনি।
২০১৯ আইপিএলে সর্বশেষ হাদরাবাদের হয়ে জার্সিতে মাঠে নামেন সাকিব। এক বছর নিষিদ্ধ হওয়ার কারণে ২০২০ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দলটি।
এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ৭৪৬ রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। ৬৩ ম্যাচে ৫৯ উইকেটেরও মালিক তিনি। ইকোনমি রেট ৭.৪৬।
Leave a Reply