অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ করােনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব ” স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২১।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আজ সকাল (৮ মার্চ) ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের সভাপতিত্ব উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ খালেদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম,, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা আক্তার, উপজেলা মাধ্যমিক অফিসার একরামুল হক সরকার ,প্রমূখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply