13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে থানা প্রশাসনের উদ্যোগে আনন্দ উদযাপন

Brinda Chowdhury
March 7, 2021 9:12 pm
Link Copied!

আগৈলঝাড়া প্রতিনিধিঃ জাতির পিতার ঐতিহাসিক ৭মার্চ ভাষণ উপলক্ষে আগৈলঝাড়া থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির আনন্দ উদযাপনে আলোচনাসভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যর ভার্চুয়াল অনুষ্ঠান স¤প্রচার করা হয়েছে।

রবিবার বিকেলে থানা চত্তরে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের সভাপতিত্বে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. আব্দুর রব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোনে টিটু, ফরহাদ তালুকদার, মাইকেল মালাকার, উজ্জল লাহেড়ী, সহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন।

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ স¤প্রচারের পরে অতিথিরা আনন্দ উদযাপনের অংশ হিসেবে কেক কেটে তা পরিবেশণ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭মার্চ উপলক্ষে থানা চত্তর সাজানো হয়েছে হরেক রকম আলোর অপরুপ বর্নিল সাজে।

http://www.anandalokfoundation.com/