13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

Brinda Chowdhury
March 4, 2021 8:37 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
৪ মার্চ (বৃহস্পতিবার) পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১১ ধারা ভঙ্গের দায়ে ১৫ (১) ধারা অনুযায়ী  পঞ্চগড় সদরের ধাক্কামারা মালীপাড়ার মৃত আকবর আলী ছেলেন মোঃ আশরাফুল ইসলাম (৪২) এর নিকট হতে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পঞ্চগড় সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম। এসময় জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড় ও পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট  পরিচালনাকালে অবৈধভাবে নির্মিত ব্রিজ তাৎক্ষণিকভাবে  অপসারণের নির্দেশনা প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীগণ বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম জানান, “জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।”
http://www.anandalokfoundation.com/