13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সরকার মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার মর্যাদায় উন্নীত করেছে -মুহিবুর রহমান মানিক এমপি

Brinda Chowdhury
February 27, 2021 9:39 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মসজিদ-মাদ্রাসার উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিকতার সাথে কাজ করছে। দেশের মাদ্রাসাগুলিতে আধুনিক একাডেমিক ভবন নির্মাণসহ সরকারী সুযোগ-সুবিধা প্রদান করে মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার মর্যাদায় উন্নীত করেছে সরকার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে ইসলামীক ফাউন্ডেশন, তোরাগ নদীর তীরে বিশ্ব ইশতেমার স্থান ও মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করে ইসলামের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার পথ অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, কওমী মাদ্রাসা গুলোকে সরকারী স্বীকৃতি প্রদান, প্রতিটি উপজেলায় অত্যাধুনিক মডেল মসজিদ নির্মাণসহ ইসলামের খেদমতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার বিকেলে ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপারমিল আদর্শ দাখিল মাদ্রাসায় ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা পরিচলানা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমপি মানকি এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, শিক্ষা অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মুজিবুর রহমান হাসনু, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, সাবেক পৌর কাউন্সিলর সামছু মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফিজ সুমন আহমদ।

http://www.anandalokfoundation.com/