রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:১৩ পূর্বাহ্ন
২০২১ সালের পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা ভোটের তফসিল ঘোষণা হলো আজ। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসন, আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি ও পুদুচেরিতে ৩০টি আসনে বিধানসভা ভোট হবে।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিল্লির বিজ্ঞান ভবন থেকে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের তফসিল ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
একনজরে কবে কোথায় ভোট:
প্রথম দফা: ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-১, পূর্ব মেদিনীপুর-১-এ ভোট গ্রহণ হবে।
দ্বিতীয় দফা: ভোট ১রা এপ্রিল। ৩০ টি আসনে হবে। ভোট গ্রহণ হবে, বাঁকুড়া-২, পশ্চিম মেদিনীপুর- ২, পূর্ব মেদিনীপুর- ২, দক্ষিণ ২৪ পরগনা – ১।
তৃতীয় দফা: ভোট হবে ৬ এপ্রিল। ৩১ টি আসনে হবে। এই দফায় হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩,।
চতুর্থ দফা: ভোট হবে ১০ এপ্রিল। ৪৪ টি আসনে হবে। হাওড়া-২, হুগলি- ২, দক্ষিণ ২৪ পরগনা- ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট।
পঞ্চম দফা: ৪৫ আসন ভোট হবে ১৭ এপ্রিল। এই পর্যায়ে ভোট হবে, উত্তর ২৪ পরগনা-১, নদিয়া- ১, পূর্ব বর্ধমান-১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি৷
সপ্তম দফা: ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। মালদহ-১, মুর্শিদাবাদ-১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর কলকাতা দক্ষিণ।
অষ্ঠম দফা: ভোট হবে ২৯ এপ্রিল। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূমের ৩৫ টি আসনে ভোট হবে।
অষ্ঠম দফায় ভোট হবে ২৯ এপ্রিল। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূমের ৩৫ টি আসনে ভোট হবে।
আর ভোট গণনা হবে ২ মে।
Leave a Reply