রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
সম্পা নন্দী, কালীগঞ্জ প্রতিনিধি গাজীপুরঃ ‘এসো গীতা শিক্ষা নিতে, ফিরে যাবে সেবা দিতে’ প্রতিপাদ্যে মূলগাঁও সার্বজনীন দূর্গা মন্দির এ ‘পার্থ সারথি গীতা শিক্ষা নিকেতন’ এর শুভ উদ্বোধন হয়েছে।
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এ ১৯শে ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এ গীতা স্কুল এর উদ্ভোদন করা হয়।
মূলগাঁও এর কৃতি সন্তান মালোশিয়া প্রবাসী সুমন বীর এর উদ্যোগে একঝাঁক তরুণ প্রজন্মের প্রচেষ্ঠায় গীতা স্কুল এর সূচনা হয়। কালীগঞ্জ পৌরসভায় পার্থসারথি গীতা স্কুল হবে একটা মডেল গীতা স্কুল বললেন উক্ত স্কুল এর সভাপতি সুভাষ বীর।
তিনি আরো বলেন, গীতা কে শুধু পড়লেই হবে না, গীতার জ্ঞান কে কাজে লাগাতে হবে। যে ব্যাক্তি নিয়মিত গীতা পাঠ করবেন তিনি ধ্যান এ জ্ঞান বড় হবেন।
এই শিক্ষা নিকেতন এর উদ্ভোদনী অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে গীতা, খাতা, কলম, গেঞ্জি, মাস্ক বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রতি শুক্রবার বিকাল ৪ টায় তারা যথা সময়ে উপস্থিত থাকবে বলে কথা দেয়।
গীতা স্কুল পরিচালনা করবেন উক্ত মন্দীর কমিটি এবং এলাকার তরুণ প্রজন্ম। গীতা স্কুল এ নিয়মিত পাঠ দান করবেন মানস কুমার গুণ। এরকম প্রতিটা গ্রামে প্রতিটি বাড়িতে গীতা স্কুল খোলার আহবান জানালেন পার্থ সারথি গীতা স্কুল এর সহ সভাপতি কমল বীর। (প্রধান শিক্ষক, খৈকড়া উচ্চ বিদ্যালয়) অভিভাবক দের ধারণা, প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে গীতা ক্লাস এবং ধর্মী আলোচনা করলে তাদের সন্তানরা বিপথগামী হবে না।
পার্থ সারথি গীতা নিকেতন এর প্রতিপাদ্য হলো, এসো গীতা শিক্ষা নিতে, ফিরে যাবে সেবা নিতে। ধর্মীয় আলোচনা, গীতা স্তুতি, কীর্তন ও সব শেষে প্রসাদ বিতরণের এর মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।
Leave a Reply