13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ রিট্রেড শিরোমনি

Brinda Chowdhury
January 25, 2021 12:02 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারত-বাংলাদেশ সীমান্তে করোনা সংক্রমণ রোধে দির্ঘ ৯ মাস বন্ধ থাকার পর পূনরায় চালু হয়েছে বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ রিট্রেড শিরোমনি অনুষ্ঠান।
রোববার(২৪ জানুয়ারী) বিকাল ৫ টায় বেনাপোল-পেট্রাপোল  সীমান্তের চেকপোস্ট শুন্যরেখায় এ অনুষ্ঠান শুরু হয়। এসময় দুই পারের সীমান্তে বসবাসকারী কয়েক শত নারী,পুরুষ ও শিশুরা প্যারেড দেখতে অংশ নেয়। দির্ঘদিন পর বিনোদনের সুযোগ পেয়ে এসব ঘরবন্দী মানুষের মধ্যে প্রান ফিরে পেতে দেখা যায়।
বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোণা সংক্রমণ এড়াতে বিজিবি ও বিএসএফ যৌথ সিদ্ধান্তে গত বছরের ১৮ মার্চ থেকে এ অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল।
বেনাপোল সীমান্তবাসী মোস্তাফিজুর রহমান রুবেল জানান, এক ছাদের তলে বিজিবি,বিএসএফের  প্যারেড অনুষ্ঠান যেমন পরস্পরের মধ্যে সোহাদ্য ও বন্ধুত্ব সর্ম্পক্য বৃদ্ধি করবে তেমনি সীমান্ত উত্তেজনাও কমে আসবে।
http://www.anandalokfoundation.com/