সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৫২ অপরাহ্ন
দিপক রায়, রংপুর প্রতিনিধি : তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম করে আসছে। দূর্যোগ সহনীয় ঘর, আশ্রয়ণ প্রকল্প-২, কাবিটা, কাবিখা, টিআর প্রকল্পে কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। সর্বশেষ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে এক ইউপি সদস্যকে হয়রানি করার অভিযোগ এনে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের ০৬নং ওয়ার্ড সদস্য।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মমিনুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগে ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও হয়রানির অভিযোগ করেন।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্থানীয় সরকার আইন ভঙ্গ করে ০৫নং সয়ার ইউপি চেয়ারম্যান কিরণ তাকে বিরত রেখে উক্ত ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ নিজেই করেন এই মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে তিনি আবেদন করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বরং উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত ইউপি চেয়ারম্যানের যোগসাজসে উক্ত ওয়ার্ডে নামেমাত্র কাজ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও ২০০৯ এর তথ্য অধিকার আইনে আবেদন করে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, সয়ার ইউনিয়নে সাংস্কৃতিক কেন্দ্রের নামে এডিপির বরাদ্দকৃত দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
এ নিয়ে তার কাছে গত ০৯-০৯-২০২০ ইং তারিখে লিখিত অভিযোগ করলেও তিনি কোন প্রতিকার করেন নাই। প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে উক্ত কেন্দ্রের নামে ভূয়া ইট ক্রয়ের ভাউচার দেখানো হয়েছে। সরেজমিনে গিয়ে কথা হয় ইউনুস আলী, তসলিম উদ্দিন, ফজলে রাব্বী, মন্জু হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, সয়ার ইউপিতে কোন সাংস্কৃতিক কেন্দ্র নাই, সেখানে কোন শিক্ষক-শিক্ষার্থীও নাই। তবে উক্ত কেন্দ্রের নামে বরাদ্দকৃত অর্থ তছরুপ করা হয়েছে শুনে তারা হতাশা ব্যক্ত করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর্যোগ সহনীয় ঘর নির্মাণে উক্ত ইউনিয়নে ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে তিনি নিজেই কাজগুলো করেন। যা স্থানীয় সরকার আইনের বিধি বহির্ভুত।
উক্ত লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায়, করোনা প্রণোদনা বিতরণ পরিপত্রের নির্দেশিকা বিধি ২০২০ এর সংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড কমিটির সহায়তায় বাস্তবায়ন করার কথা বলা হলেও তিনি উক্ত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অমান্য করে ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে তিনি করোনাকালীন বরাদ্দকৃত অর্থ নিজেই অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করেছেন। তাকে ১৭-১১-২০২০ইং তারিখে তার নিকট আবেদন করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
অভিযোগকারী ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। বর্তমানে সয়ার ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত নিষ্ঠার সহিত পালন করে আসছি। উপজেলা নির্বাাহী কর্মকর্তা বরাবর একাধিক অভিযোগ করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করলাম। আশা করছি জেলা প্রশাসক মহোদয় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply