সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:৪৩ অপরাহ্ন
মধুখালী প্রতিনিধিঃ গত সোমবার ১১ই জানুয়ারী-২০২১ইং তারিখে মাগরিবের পর তিশা করিম(৭) তার নানা বাড়ী মোঃ সিদ্দিক মোল্যার বাড়ী থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর কোথাও পাওয়া যায়নি।
এ ব্যপারে মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। জিডি নং-৪৩৪, তাং-১১-১-২০২১ইং। হটাৎ করে খোঁজাখুঁজির অব্যাহত অবস্থায় বুধবার বেলা ১/৩৫মিনিটের সময় নানা বাড়ী দো-চালা টিনের ঘর খড়ের উপর অক্ষত অবস্থায় পাওয়া যায়। পরে তারই খালাতো ভাই মোঃ ইকলাস এর ছেলে ও তিশার পিতা মোঃ রেজাউল করিম তুহিন তিশা করিমকে উদ্ধার করে।
এ সময় সংবাদ পেয়ে তিশা করিমকে দেখতে আসেন মধুখালী থানার চৌকষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তাছাড়া তিশার পাওয়ার সংবাদ পেয়ে আমজনতার হিরিক পরে যায় তিশার নানাবাড়ী আড়পাড়াতে। পরে তিশা তার মা- বাপের এবং আতœীয় স্বজনের সাথে নিজ বাড়ী গোন্দার দিয়া চলে যায়।
Leave a Reply