13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মযজ্ঞ শুরু হতে চলেছে

Rai Kishori
January 9, 2021 6:09 pm
Link Copied!

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: ভারতে বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস প্রতিষেধক টিকাদান কর্মযজ্ঞ শুরু হতে চলেছে আগামী ১৬ জানুয়ারি থেকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজ শনিবার বিকেলে এই তথ্য দেওয়া হয়েছে।

করোনা টিকা সংক্রান্ত আলোচনার জন্য, আজ উচ্চপর্যায়ের একটি বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল, টিকাকরণের জন্য কতখানি প্রস্তুত, সে সম্পর্কে বিস্তারিত খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সচিব, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব সহ অন্যান্য সিনিয়র আধিকারিকবৃন্দ।

প্রাথমিক ভাবে জানানো হয়েছে, টিকাকরণে অগ্রাধিকার পাবেন প্রথম সারির করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীরা। সরকারি হিসাবে এই সংখ্যা প্রায় ৩ কোটি। এরপর ২৭ কোটি ভারতীয়, যাদের বয়স ৫০ বছরের বেশি, তাদের দেওয়া হবে করোনাভাইরাস প্রতিষেধক টিকা। তারপর ৫০-এর কম বয়সিদের টিকা প্রদানের আওতায় আনা হবে।

http://www.anandalokfoundation.com/