13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যাত্রা মোহন সেন হল ভাঙার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Rai Kishori
January 5, 2021 3:10 pm
Link Copied!

অশোক দেব নয়নঃ চট্টগ্রামস্থ রহমতগঞ্জে কুসুম কুমারী স্কুলের পাশে যাত্রা মোহন সেন(জে, এম, সেন) হল ভাঙার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

আজ সকাল ১০ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশের সব দৈনিক পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ে সংবাদ সম্মেলন করেন  এড: রানা দাশগুপ্ত।

অত্র সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং সকল বক্তা ও রানা দাশগুপ্ত বক্তব্য তুলে ধরেন এবং নিজেদের দাবি উপস্থাপন করেন।

এছাড়া উক্ত বিক্ষোভ সমাবেশে ব্যানার নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও চট্টগ্রামের বীর জনতা এবং বিনা ব্যানারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, সনাতনী ঐক্য যুব সমাজ ও অন্যান্য সংগঠন একাত্মতা প্রকাশ করেন।

সবার মুখরিত কন্ঠস্বরে আনুমানিক ২৫০ বছরের ঐতিহ্য ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত্তি যাত্রা মোহন সেন হল পুনঃপ্রতিষ্ঠা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি মিউজিয়াম নির্মাণের ধ্বনিতে মেতে ওঠে চট্টগ্রাম প্রেসক্লাব ও প্রেসক্লাব চত্বর।

গতকাল অত্র এনিমি সম্পত্তি ভুয়া একটি দলিল তৈরি করে, চট্টগ্রাম যুগ্ম জজ আদালত হতে অনুমতি নিয়ে জোর পূর্বক ভাঙচুর করার চেষ্টা করেন ভূমি দস্যুগণ। ঘটনাস্থলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এড: রানা দাশগুপ্তের উপরে হামলার চেষ্টাও চালানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/