সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৯:৫৩ অপরাহ্ন
স্বাগতিক অস্ট্রেলিয়া ধ্বংস্তুপের মাঝে থেকেও স্বপ্ন দেখছে। গ্রিন ও কামিন্সের বড় এক জুটি হলে ম্যাচের ভাগ্য বদল হতে পারে বলে বিশ্বাস ম্যাথু ওয়েড। তবে ভারতের পরিকল্পনা অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউটের। সিনিয়রদের পরামর্শ নিয়ে ভারতের হয়ে অভিষিক্ত মোহাম্মদ সিরাজের লক্ষ্য লাইন লেন্থ মেনে বল করার।
মুদ্রার উল্টো পিঠ যাকে বলে। একেবারে পুরোটা দেখাতে না পারলেও, ভালই ঝাঁজ দেখিয়েছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বক্সিং ডে টেস্টটা এখন পর্যন্ত দুঃস্বপ্ন হয়ে আছে ।
ভারত ক্রিসমাসের উৎসবে অনেকটা পানি ঢেলে দিলো । তবে টিমটা অস্ট্রেলিয়া বলে স্বপ্নটা এখনো তাজা। নাম মাত্র ২ রানের লিড অজিদের। মাঠে নেই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। গ্রিন উড পেট কামিন্সের ৩৪ রানের একটা ছোট্ট জুটি।
বল হাতে যেমন তাণ্ডব চালাতে জানেন কামিন্স বক্সিং ডে টেস্টে কিছু একটা করে দেখাতে হলে ব্যাটটাও চালাতে হবে সমান তালে। সেই কাজটা গ্রিন উড আর কামিন্স পারবেন কিনা সেটা অবশ্য অনেকটাই প্রমাণ হয়ে যাবে ম্যাচের চতুর্থ দিনে। তবে তাদের নিয়ে আশায় বুক বেঁধে আছেন ম্যাথু ওয়েড।
ম্যাথু ওয়েড বলেন, ‘এটা আমাদের জন্য ভাল যে গ্রিন উড আর কামিন্সের মধ্যে একটা জুটি হয়েছে। সবাই জানি কামিন্স প্রতিষ্ঠিত ব্যাটসম্যান না, তবে সে মাঠে দারুণ ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। আর উডের সক্ষমতা সম্পর্কে আমাদের সবার জানা। সে যদি তার সামর্থ্য দেখাতে পারে তাহলে ভাল একটা জুটি হবে। বড় জুটি হলে ম্যাচের ভাগ্যে পাল্টে যেতে পারে।’
৩৬ রানে অলআউটের লজ্জায় ডুবা দলটা তো এমন একটা ম্যাচেরই প্রত্যাশায় ছিল। যেখানে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। অজিদের টুটি চেপে ধরা ভারত বোলারদের কাজটা এখনো শেষ হয়ে যায়নি। জানা আছে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হওয়া মোহাম্মদ সিরাজের। দ্রুত অলআউটের পরিকল্পনা তাদের।
ভারতের পেসার মোহাম্মদ সিরাজ বলেন, ‘আমাদের এখন পরিকল্পনা তাদের যত দ্রুত সম্ভব অলআউট করে ফেলা। টেল এন্ডারদের আমরা বেশি সুযোগ দিতে চাই না। আমরা লাইন লেন্থ বল করা চেষ্টা করবো। আমি আমার বেসিকের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। জাসপ্রিত বুমরাহ’র মতো বোলারের সাথে বল করছি। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তাছাড়া সিনিয়ররা আমাকে অনেক সহযোগিতা করছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচটা ক্রিকেট বিশ্বের পরাশক্তি। তবে কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন সিরাজ। এখন পর্যন্ত পেয়েছেন ৩ উইকেট। সহযোগিতা পাচ্ছেন সতীর্থ সিনিয়রদের কাছ থেকে।
ম্যাচটা এখনো পুরোটাই ঝুলে আছে ভারতের দিকে। তবে গোল বলের খেলা বলেই ভবিষ্যদ্বাণী দেয়া কঠিনই। আর প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া। এখন দেখার পালা ভারত প্রতিশোধ নেয় নাকি আরো একবার তাদের হতাশায় ডুবায় অজিরা।
Leave a Reply