13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ

Brinda Chowdhury
December 17, 2020 4:13 pm
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট প্রস্তাবিত ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য’ যথাসময়েযথাস্থানে স্থাপন করাসহ তিন দফা দাবি জানিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি।

শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী,

সম্প্রতিকালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙ্গালীজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শণ করার জন্য ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকারদোলাইপাড় চত্বরে (যেখান থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু) বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করার পরিকল্পনা গ্রহণকরেছে। এরই মাঝে

স্বাধীনতা বিরোধী গোষ্ঠী ঢাকার বিভিন্ন জায়গায় এই ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এদিকে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যবাস্তবায়ন পরিষদ’ সহ ভাস্কর্য বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত রয়েছে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ’ যে কোন মূল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে এবং মুজিববর্ষে, চলতি ডিসেম্বরে বিজয়ের মাসেই ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য‘ স্থাপন করার দাবি জানিয়েছে। দোলাইপাড় চৌরাস্তার ভাস্কর্য ছাড়াও দেশেরপ্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করার জন্য দাবী জানিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী,

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের নেতার কদর্য মন্তব্যের পর ভাস্কর্য ইস্যুতে সারাদেশে তোড়পাড় শুরুহয়। ঐ কদর্য বক্তব্যের সমর্থনে আরো কঠোর মন্তব্য করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ভাস্কর্য নির্মাণ বিরোধিতাকারীদের ধর্মান্ধ মৌলবাদী বলে তাদের সমালোচনাকরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও এ ব্যাপারে সক্রীয়ভাবে মাঠে রয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী,

ভাস্কর্য স্থাপন বিশ্বে বা বাংলাদেশে নতুন নয়। স্বাধীনতার পর এদেশে অনেক ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্য বিরোধিতাকারীরাভাস্কর্য স্থাপনকে মূর্তি স্থাপনের সঙ্গে তুলনা করে এটাকে শিরক সংস্কৃতি বা বিজাতীয় সংস্কৃতি বলে আখ্যায়িত করেছে। ভাস্কর্য(Sculpture) এক ধরনের ত্রিমাত্রিক শিল্পকলা বিশেষ যা বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ, বিজাতীয় নয়। দেশজ সংস্কৃতিতেযেসব কর্মকাণ্ড শিরক বা আল্লাহর সঙ্গে অংশীবাদিতার মিশ্রণ ছাড়াই পালিত হয়ে আসছে, সেটিকে হঠাৎ করে শিরক সংস্কৃতিবলা নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়।

ভাস্কর্য এবং মূর্তির মাঝে অনেক বড় পার্থক্য আছে। ভাস্কর্য হলো সুন্দরের প্রতীক, কিন্তু মূর্তি হলো চেতনার প্রতীক। সব মূর্তিইযেমন ভাস্কর্য নয়, তেমনি ভাস্কর্যকে মূর্তি বলা চলে না। অর্থাৎ ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়।

কোন কর্মকান্ডে আমাদের মনের ভিতর কি নিয়ত করলাম সেটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদের নিয়ত বা চিন্তা বিবেচনা করেবিচার করবেন। একটি প্রতিকৃতিকে যখন কেহ সৌন্দর্যের কোনো কাজে বা ঐতিহাসিক নিদর্শন হিসেবে ব্যবহার করবে, তখন তাভাস্কর্য হিসাবে গণ্য হবে। কিন্তু একই প্রতিকৃতিকে কেউ যদি তার চেতনা ও বিশ্বাসের প্রতীক মনে করে পূজা দেয়, তখন তা মূর্তিপূজা হিসাবে গণ্য হবে। হযরত সোলায়মান(আ)এর জমানায় প্রতিকৃতিকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহার করত। ফলেসোলায়মান(আ) নিজেই প্রতিকৃতি তৈরি করার জন্যে নির্দেশ দিয়েছিলেন।

সুতরাং, কেবল বাহিরের কাঠামোগত কোনো প্রতিকৃতির মধ্যে নয়, বরং মানুষের চিন্তার মধ্যেই শিরক থাকে। মানুষের চিন্তা ওচেতনার অঙ্গনেই শিরকের অসংখ্য মূর্তি গড়ে উঠে। আমরা বাইরের প্রতিকৃতি নিয়ে খুব সোচ্চার হলেও, ভিতরের মূর্তিগুলোদেখতে পাই না।

মাননীয় প্রধানমন্ত্রী,

বাঙ্গালী জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনেরউদ্দেশ্য ঐতিহাসিক, ধর্মীয় নয়। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথাবিবেচনা করে এবং পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার ইতিহাসকে প্রতিষ্ঠিত করার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের সঙ্গে মূর্তি পূজা করার কোনো সম্পর্ক নেই।

পৃথিবীর সকল দেশেই জাতির পিতা বা জাতীয় নেতা বা জাতীয় তারকাদের ভাস্কর্য নির্মাণ করা হয়ে থাকে, তাঁদের সম্মান করা ওস্মরণীয় রাখার জন্য-পূজা করার জন্য নয়। এসকল ভাস্কর্য জাতিকে উদ্দিপ্ত করে, তাদের বীরত্বকে মনে করিয়ে দেয় যা মোটেওদোষের নয়। অসংখ্য ইসলামি দেশের এরকম উদাহরণ আছে। যেমন-পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর বিশালআকারের ভাস্কর্য আছে কিন্তু সেটি নিয়ে জনগণের কোনো মাথাব্যথা নেই। পাকিস্তানে রয়েছে আরোও অনেক ঐতিহাসিক ওরাজনৈতিক ব্যক্তিদের দৃষ্টিনন্দন ভাস্কর্য। যেমন—লাহোরে বাদশাহি মসজিদের পার্শ্বে মেরি মাতার ভাস্কর্য, পাঞ্জাবের জং শহরেররাস্তায় ঐতিহ্যবাহী ঘোড়সওয়ারের ভাস্কর্য, লাহোরে ন্যাশনাল কলেজ অব আর্টস প্রাঙ্গণের নানা রকম ভাস্কর্য।

এককালের সারা মুসলিম জাহানের খলিফার দেশ তুরস্ক, সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও বর্তমানে ক্ষমতায় রয়েছেইসলামী দল। তুরস্কের বিভিন্ন স্থানে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুর্কের রয়েছে অগণিত ভাস্কর্য।একেকটি দৃষ্টিনন্দন ভাস্কর্যে একেক রকমভাবে আতাতুর্ক এবং তুরস্কের ইতিহাস, ঐতিহ্য বিবৃত করা হয়েছে। এছাড়াও রয়েছেবর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের ভাস্কর্য, যিনি নিজে পবিত্র কোরআনের হাফেজ। তুরস্কের উল্লেখযোগ্য ভাস্কর্যহলো: মর্মর সাগর তীরে পোতাশ্রয়ে মর্মর ভাস্কর্য, আঙ্কারাতে ইন্ডিপেনডেন্স টাওয়ারের পাদদেশে তুরস্কের জাতীয় সংস্কৃতির ধারকতিন নারী ভাস্কর্য ও আন্তালিয়ায় এডুকেশন অ্যাক্টিভিস্ট তুরকান সায়লানের ভাস্কর্য।

মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত ভাস্কর্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া বীরদের স্মরণে ১৫ মিটার উচ্চতার ভাস্কর্যটি যা দ্বারাপ্রতীকীভাবে সাতজন বীরের প্রতিমূর্তির মাধ্যমে তাঁদের বিশ্বস্ততা, আত্মত্যাগ আর বন্ধুত্বের বিষয়টি বোঝানো হয়েছে।মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম। মালয়েশিয়ার ভাস্কর্য শিল্প সনাতন ও আধুনিক ধারার এক স্বতন্ত্র মেলবন্ধন।

প্রচন্ড-রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দা নগরীতে আছে উটের দৃষ্টিনন্দন ভাস্কর্য। রাজধানীজেদ্দার উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে রয়েছে নগরীতে মুষ্টিবদ্ধ হাত, হাংরি হর্স, মানব চোখ, মরুর বুকে উটের ভাস্কর্য।

অষ্টম শতকের সমরনায়ক আবু মুসলিম খোরাসানির ভাস্কর্যের গায়ে আফগানিস্থানের জঙ্গিরাও হাত দেয়নি। গজনীতে এখনোস্বমহিমায় দাঁড়িয়ে সেই ভাস্কর্য। তাজিকিস্থানের রাজধানী দুশানবেতে মুসলিম দার্শনিক ও পন্ডিত ইবনে সিনার একটি বিশালভাস্কর্য আছে। মুসলিমপ্রধান ওই দেশের কোনো নাগরিক তো ভাস্কর্যটির গায়ে আঁচড়ও দেন না। ইরান, মিসর, ইরাকের জাদুঘরেঅসংখ্য ভাস্কর্যতো রয়েছেই, সেসব দেশে উন্মুক্ত স্থানে রয়েছে অনেক ভাস্কর্য। ইরানে আছে একটি বিশাল স্বাধীনতাস্তম্ভ, যার নাম‘আজাদী’। এ স্থাপত্যটির ডিজাইনার হোসেন আমানত একজন মুসলমান। মাশহাদ নগরীতে ভাস্কর্য সংবলিত নাদির শাহ-রসমাধিসৌধটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। পিরামিডের জন্য দুনিয়াজোড়া খ্যাতি মিসরের। পাথরের তৈরি ভাস্কর্যসংবলিত গিজা পিরামিড সারা দুনিয়ার পর্যটকদের অতি প্রিয়। কায়রো বিশ্ববিদ্যালয়ে আছে মাহমুদ মোখতারের বিখ্যাত ভাস্কর্য‘মিসরের রেনেসাঁ’।

পারস্যের কবি শেখ সাদী, যার ‘নাত’-‘বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ্দুজা বি জামালিহি’ এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরামিলাদে সব সময় পাঠ করে থাকেন,তার মাজারের সামনেই তাঁর একটি মর্মর পাথরের ভাস্কর্য আছে। ইসলামি রাষ্ট্র ইরানেঅবস্থিত কবি ওমর খৈয়াম ও মহাকবি ফেরদৌসির ভাস্কর্য নিয়ে কারো সমস্যা নেই। তেহরানে অজস্র মানুষের প্রতিকৃতি সম্বলিত‘ভাস্কর্য’ নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা নেই সিরিয়ার ন্যাশনাল মিউজিয়ামের ‘ভাস্কর্য’ নিয়েও। ইরাকের বাগদাদবিমানবন্দরের সামনে ডানার ভাস্কর্যটি সবার নজর কাড়ে। বাগদাদের পাশে আল-মনসুর শহরে মনসুরের একটি বিশালভাস্কর্যসহ আছে অনেক সাধারণ সৈনিকের ভাস্কর্য।

মাননীয় প্রধানমন্ত্রী,

বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিতজাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাতজন বীরশ্রেষ্ঠের নামে স্থাপিত স্মৃতিভাস্কর্যের সামনে গিয়ে যখন বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করেন, তখনতারা কেউই সেখানে ইবাদতের নিয়তে বা প্রার্থনার নিয়তে যান না। সেখানে জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও শহীদদের ত্যাগের প্রতিসম্মান প্রদর্শন করা হয় মাত্র।

কোন মানুষকে যদি প্রশ্ন করা হয়, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রধান সমস্যা কী? একবাক্যে সবাই বলবেন-মহামারি করোনা।সারা বিশ্ব যখন করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে বাংলাদেশে তখন স্বাধীনতা বিরোধী একদল চিহ্নিত লোক বঙ্গবন্ধুর ভাস্কর্যস্থাপনে বিরোধীতা করছে যা মূলত ধর্মীয় নয়-রাজনৈতিক। দেশে যখন কোন রাজনৈতিক ইস্যু নেই, তখন কেউ হয়তো এদেরলেলিয়ে দিয়েছে সরকারের বিরুদ্ধে। ভাস্কর্য স্থাপনে বিরোধী স্বাধীনতা বিরোধী গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করার ব্যর্থ চেষ্টা করছে। বাংলাদেশের সচেতন মানুষতাদের দুজনকেই ভালভাবে চিনেন ও তাদের রাজনৈতিক চরিত্র জানেন।

লক্ষ্যণীয়, বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারা দেশে জিয়াউর রহমানের অসংখ্য ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। তখনধর্মের অপব্যাখ্যাকারীরা ভাস্কর্যের বিরুদ্ধে কোন কথা বলেননি। উনারা যখন খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের অন্তর্ভুক্তছিলেন তখন জিয়ার ভাস্কর্য নিয়ে টু শব্দটি করেননি। অথচ তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছেন যাদূরভিসন্ধিমূলক।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা আহমদ শফী সাহেবের অরাজনৈজিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশেরনতুন আমির ও যুগ্ম মহাসচিব, এই দুইজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। ভাস্কর্য তৈরি নিয়ে এমনআপত্তিকর, বিভ্রান্তি ও উস্কানিমূলক কথাবার্তা বলছেন যার ফলে জনমনে একধরনের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হচ্ছে। এরাহেফাজতের আমির এবং যুগ্মমহাসচিব হলেও তাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরাজনৈতিক ধারক, বাহক এবং পৃষ্ঠপোষক। এরা হেফাজতে ইসলাম নামের আড়ালে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের স্বার্থরক্ষা করছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের ঘটনার পরবর্তিতে তাদের প্রত্যেকের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটা সবার কাছেপরিষ্কার

http://www.anandalokfoundation.com/