13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় আলোশিখা পরিচালকের অব্যাবস্থাপনায় জনজীবনে দুর্ভোগ স্টাফ কোয়াটারের টয়লেটের দুর্গন্ধ যুক্ত বর্জ্য রাস্তায়

Brinda Chowdhury
December 4, 2020 6:34 pm
Link Copied!

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় আলোশিখা পরিচালকের ব্যাবস্থাপনায় জনজীবনে দুর্ভোগ স্টাফ কোয়াটারের টয়লেটের দুর্গন্ধ যুক্ত বর্জ্য রাস্তায় বেরিয়ে আসায় রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। আলোশিখা কতৃপক্ষকে জানানো হলেও নেয়নি কোন ব্যাবস্থা। আলোশিখা এন.জি.ও’র পরিচালকের অব্যবস্থাপনার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের সাইমন সরকারের বাড়ি থেকে কেষ্টাইর পাড়ের জনসাধারণের চলাচলের একমাত্র মাটির রাস্তায় আলোশিখা এন.জি.ও’র স্টাফ কোয়াটারের টয়লেটের দুর্গন্ধ যুক্ত বর্জ্য ও পানি বেরিয়ে আসছে। ফলে সবসময়েই ওই স্থানটি দুর্গন্ধ যুক্ত কর্দমাক্ত হয়ে থাকে। যে কারণে ওই গ্রামের মানুষের রাস্তা দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। জনসাধারন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রাস্তাটি একদিকে ভেঙ্গে পড়ায় অহোরহো ঘটছে দুর্ঘটনা। এছাড়া পুর্বপাশের একটি দেয়াল রাস্তার দিকে ঝুকে রয়েছে। যেকোন সময় ধ্বসেপড়ে ঘটতে পারে বড় ধারনের র্দুঘটনা।

ওই এলাকার লোকজন জানান, আলোশিখা এন.জি.ও’র পরিচালক মৃদুল হালদারের সাথে বহুবার যোগাযোগ করেও কোন প্রতিকার পায়নি তারা। এব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামানা করেছেন এলাকাবাসী।

http://www.anandalokfoundation.com/