13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ কাপ ফুটবল টুনামেন্ট ২০২০ ট্রাইব্রেকারে বাগেরহাটকে হারিয়ে রাজশাহী চ্যাম্পিয়ন

Rai Kishori
December 2, 2020 10:38 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ৪ দলীয় ”কালীগঞ্জ কাপ ফুটবল টুনামেন্টে” ট্রাইব্রেকারে বাগেরহাটকে হারিয়ে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার বলে কিক দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩ টায় অভিজ্ঞ রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দিলে উভয় দল শিরোপা জয়ের লড়াইয়ে নামেন।
খেলার প্রথমার্ধের ৩ মিনিটে বাগেরহাট দলের নাইজেরিয়ান খেলোয়াড় পিটার সুযোগ পেয়েও লক্ষভ্রষ্ট সট দিয়ে সতীর্থদের মন ভেঙ্গে দেন। এরপর প্রথমার্ধের ১৭ মিনিটে পাল্টা সুযোগ পান রাজশাহী দলের আক্রমন ভাগের খেলোয়াড় হৃদয়। তার নেয়া দুরন্ত সট বাগেরহাট দলের গোলরক্ষক শিমুল প্রতিহত করেন। এভাবে পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে প্রধথমার্ধের খেলা শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বল দখলে মরিয়া হয়ে ওঠে বাগেরহাট ফুটবল একাদশ। তাদের বিদেশী খেলোয়াড় সমৃদ্ধ দল মুহুর্মুহ আক্রমন সানালেও রাজশাহী দলের অভিজ্ঞ গোলকিপার রায়হান প্রাচীরের মত দাড়িয়ে থেকে প্রতিপক্ষের একের পর এক আক্রমন প্রতিহত করে। এভাবে নির্ধারিত সময়ের মধ্যে গোলশুন্য ভাবে খেলা শেষ হয়। পরে খেলার ভাগ্য গড়ায় অনিশ্চিত ট্রাইব্রেকারে।
টানটান উত্তেজনার দর্শক ভরা মাঠে প্রথমে বাগেরহাটের নাইজেরিয়ান খেলোয়াড় এ্যামবাপে গোলে লক্ষভ্রষ্ট সট দিয়ে দলকে হতাশায় ডুবান। একই ভাবে আরেক নাইজেরিযান চুকুর নেয়া দুরন্ত সট গোররক্ষক রাযহান দক্ষতার সাথে ঠেকিয়ে দিয়ে রাজশাহী ফুটবল একাদশ শিবিরে স্বস্তি ফিরিয়ে দেন। সর্বশেষ ৩-১ গোলের ব্যবধানে রাজশাহী ফুটবল একাদশ জয়লাভ করে মাঠ ছাড়েন। খেলায় সেরা নৈপূর্ণ দেখিয়ে রাজশাহী ফুটবল একাদশের গোলকিপার রায়হান ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও বাগেরহাট দলের রক্ষণভাগের খেলোয়াড় টিটোন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন রাজশাহী ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি, ৫০ হাজার টাকার প্রাইজ মানি, এছাড়াও রানার্সআপ বাগেরহাট ফুটবল একাদশকে রানার্স ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।
এ সময় কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সভাপতি অজিত ভট্রাচায্য, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া, ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, মহিদুল ইসলাম মন্টু, আইয়ুব হোসেন, মোদাচ্ছের হোসেন মন্ডল, একরামুল হক সংগ্রাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফির অফিসিয়াল স্পন্সর ছিলেন ডিবিএল ঠাইলস ও সেভেন রিং সিমেন্টের ঝিনাইদহ জেলার একমাত্র পরিবেশক হাজী রফিউদ্দিন এন্ড সন্স এবং রার্নাস আপ দলের অফিসিয়াল স্পন্সর ছিলেন বসুন্ধরা সিমেন্ট ও সিএসআরএম রডের কালীগঞ্জের একমাত্র পরিবেশক এস এ ট্রেডাস।
সেই সাথে এ টুনামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি স্পন্সর করেন কালীগঞ্জ ক্রীড়া প্রেমিক গ্রুপ ও ফাইলাল মাচের ম্যান অবদি ম্যাচের  ট্রফি স্পন্সর করেন এ্যাডঃ এরশাদ আলী।
খেলাটি পরিচানলায় রেফারীর দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম এবং সহকারী রেফারী ছিলেন মারুফ হোসেন ও জামাল হোসেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
উল্লেখ্য, একই মাঠে আগামী ১২ ডিসেম্বর শনিবার বিদেশী একাদশ ও কালীগঞ্জ ফুটবল একাদশের মধ্যে আকর্ষনীয় ফুটবল ম্যাচ অনুষ্টিত হবে।
http://www.anandalokfoundation.com/