স্বদেশ মণ্ডল(কুয়েত): ওড়াকান্দি কতৃক প্রেরিত উকিল নোটিশের প্রতিবাদে ইন্টারন্যাশরাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে বরিশাল বিভাগীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দিরে প্রতিবাদ সমাবেশ।
১লা ডিসেম্বর মঙ্গলবার শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির, নুতনবাজার, বরিশাল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কলেজ এর উপাধ্যক্ষ শ্রী রবিন অধিকারীর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তাদের দাবি শ্রীধাম ওড়াকান্দি কতৃক প্রেরিত উকিল নোটিশ মিথ্যা, প্রতিহিংসা, ষরযন্ত্রমুলক ও বানোয়াট।
এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দী সভাপতি মতুয়াচার্য্য শ্রী সুপতী ঠাকুর (শিবু)।
এছাড়াও শিক্ষাবিদ মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দি। এ্যাডঃ শৈলেন্দ্রনাথ বড়াল, আইন বিষয়ক সম্পাদক বরিশাল বিভাগীয় মতুয়া মন্দির। কৃষিবিদ বিপুলপ্রিয় সিকদার, সহসভাপতি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। প্রফেসর মনোজ হালদার, বরিশাল বিএম কলেজ। শ্রী বাসুদেব কর্মকার (ভাষাই)। অধ্যক্ষ শ্রী হীরেন ঠাকুর, দুমকী কলেজ।
ইঞ্জিনিয়র হীরেন ঠাকুর, সাবেক সভাপতি মতুয়া মিশন ঢাকা মহানগর। প্রফেসর ডাঃ মনিষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী আমেনা খাতুন হোমিও কলেজ, সাবেক সভাপতি মতুয়া মিশন গৌরনদী উপজেলা শাখা। শ্রী দুলাল চন্দ্র হাওলদার, অধ্যক্ষা ঝুমুর রানী হাওলাদার, পটুয়াখালি কলেজ, (পিএইচডি চলমান)। শ্রী নিরাঞ্জন মিত্র। শ্রী মনোজ মিত্র। শ্রী সঞ্জিত হালদার (সঞ্জু) সভাপতি মতুয়া মিশন, মহানগর বরিশাল। শ্রী সুনীল চন্দ্র বৈদ্য। শ্রী অনিমেষ ঘরামী। এছারাও জেলার বিভিন্ন উপজেলার সাধু গোসাই পাগল হরিভক্তরা উপস্তিত ছিলেন।
ইন্টারন্যাশরাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর কতিপয় ব্যক্তি মতুয়ারত্ন শ্রীমৎ রবি পাগল (রবি গোসাই), শ্রীশ্রী হরি-গুরুচাঁদ সেবাশ্রম মন্দির, বরগুনা। মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, চেয়ারম্যানঃ সিনেট কমিটি ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন ও সিনিয়র সহ-সভাপতিঃ শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দি। প্রফেসর বিমল চন্দ্র কর, আমেরিকা, সভাপতিঃ ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, কৃষিবিদ বিপুল প্রিয় সিকদার, সহ-সভাপতিঃ ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, ও মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি শ্রীধাম ওড়াকান্দি। স্বদেশ মন্ডল, কুয়েত সাধারনসম্পাদকঃ ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন।
অনুষ্ঠান সঞ্চালনা করেনঃপ্রফেসর ড. সঞ্জয় কুমার দাস, বরিশাল বিএম কলেজ, সিনিয়র সহসভাপতি মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি।
Leave a Reply