রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০১:০১ অপরাহ্ন
শুরু হলো বাঙালির গৌরব আর অহংকারের বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই বাঙালি পায় তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়।
মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে আজ ১ ডিসেম্বর মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ।
এসময় নেতাকর্মীরা জাতির পিতার দেখানো পথে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান নেতা-কর্মীরা। সেখানেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বিজয়ের ক্ষণ স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না। এই বিজয়ের মাসে আমরা মুক্তিযুদ্ধের এই বিরোধী শক্তি প্রতিহত করব। তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে স্বেচ্ছাসেবক লীগ।
Leave a Reply