শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:০৯ অপরাহ্ন
সৌদির আলোচিত শহর নিওম সিটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গোপন বৈঠক করেন।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রচার হয়, রোববার মহানবী হজরত মুহাম্মদ (সা.)’র পবিত্র জন্মভূমি সৌদি আরব এই প্রথম কোনোও ইসরাইলি প্রধানমন্ত্রী সফর করলেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি সফরের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশের মুসলিম সংগঠনগুলো। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এ বিষয়ে সৌদির জাবাব চেয়েছে।
বেনিয়ামিন নেতানিয়াহু এমন সময় সৌদি আরব সফর করলেন যখন প্রতিদিনই ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের অবরূদ্ধ মুসলমানদের হত্যা করছে।
হামাসের প্রভাবশালী নেতা সামি আবুযুহরি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রীর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
ইসরাইলের গণমাধ্যমগুলো জানিয়েছে দখলদার ইজরাইলের প্রধানমন্ত্রী গতকাল গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
Leave a Reply