বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১১৭ টি পরীক্ষাগারে ১৬০৫৯ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২৪১৯ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৬ জনের। সুস্থ হয়েছেন ২১৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৬১১ জন।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৯০ হাজার ২৭১ জন। মৃতের সংখ্যা ১৩ লাখ ৯৫ হাজার ৩৮৪ জন। সুস্থ্য হয়েছে ৪ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। সারাবিশ্বে মৃত্যুর ৩ এবং সুস্থ্যতার হার ৯৭ শতাংশ।
Leave a Reply